সুবোধ তুই পালিয়ে যা


          --আজগর আলী


সুবোধ তুই পালিয়ে যা এখানে তোর সময় ফুরিয়েছে,
তোর প্রিয় বোধগুলো আরও আগেই পালিয়েছে,
এখানে তোর আর কাজ কী, তুই পালিয়ে যা
নিটোল অস্তিত্বে তোর চৈত্রের খরা
জরা লেগেছে তোর আস্তানায়,
তোর প্রিয় সখারাও আটকা পড়েছে
আজ অসভ্যতার দস্তানায়।


সুবোধ তুই যা না যা,যা পালিয়ে যা,তোর ভালো হবে তুই যা---
এখানে বিচারের মঞ্চে, তোড়জোড় চলছে বেশ,
দেখা যায়  বিচারের নামে প্রহসনের রেশ।
এখানে তোর পক্ষে কোনো উকিল নেই,মোক্তার নেই,
অবশিষ্ট বোধগুলোও ম্রিয়মান সূর্যের মত
ভাটিতে দাবমান হারিয়েছে যেন খেই।


কিছুক্ষণের বিরতিতেই শুরু হবে রায় ঘোষণা
তোর ফাঁসী হবে কালের মঞ্চে তুই যা, যা না,
সুবোধ তুই পালিয়ে যা, এইতো ঘোষিত হলো তোর দণ্ড
বোধের লালন, তোর যাপিত জীবন দেবে মৃত্যুদণ্ড।


দোহাই তোর সুবোধ,অবোধের মত আর ফ্যালফ্যাল নেত্রে তাকিয়ে থাকিস না,
সুবোধ তোর নির্বোধ বাপের কসম লাগে তুই পালিয়ে যা, যা না
তুই চলে যায় ঐ ঠিকানায় যেখানে সকল বোধের শবগুলো গড়েছে আস্তানা।


""""""""""""""""""""""'"""""""""""""""
সাক্ষী গুম
--------আজগর আলী


আমাদের যাপিত জীবনের
দুঃখ ভালোবাসা হিংসা
লোভ ঘৃণা আর ক্রোধ,
এগুলোর বিচার হয় না কোন
সফল মানদণ্ডে হয় না সঠিক শোধ।


কে কাকে ভালোবাসে কে কাকে
ঘৃণা করে এগুলোও বুঝা যায় না
আর নিরপেক্ষভাবে,
অপয়া সময়গুলোও সবসময়
নিরপেক্ষ সত্যের বিপক্ষে
যায় নিরঙ্কুশ লোভে।


সত্যরা অস্ত যায় এইসব সময়ের
নিরপেক্ষতার অভাবে,
নীতিহীন জ্ঞাতিরাও
জেগে উঠে স্ব স্ব স্বভাবে।


বিক্ষুব্ধ সময়ের নিরপেক্ষ
সাক্ষীগুলোও যখন গুম হয়ে যায়!
তখন কালের কাছে সুবিচার
চাওয়াটাও নেহায়েত অন্যায়।