দুঃখের পলেস্তারা ভেদকরে হৃদয়ের চরে যখন একফোটা সুখ জেগে ওঠে!
তখনই দূরের হিমালয়টি কেমন ঈর্ষান্বিত হয়ে ঢেলে দেয় একসাগর গরল ব্যথা
বিষধর সাপের মতোন বিষাদের ঢেউগুলো
ফণা তুলে হামলে পড়ে সুখের বোঁটায়
নিরুপায় আমি নিজেকে সঁপে দিই বিষাদ
সাগরে
একসাগর দুঃখের ভীড়ে;  
কেমন ভেসে যায় একফোটা সুখ!
এ হলো আমার সাথে সুখের  যোগাযোগ।