দূরের বেহালায় বাজে বেহাগের সুর
বিরহ গাথা শোনায় জলের নূপুর!
সুখেরা বাস করে কোন সে সুদূর?


নাবিকের মনে বহে বাতাস বেহাল;
মেঘেদের স্বৈররাজে সেতারা আড়াল!
সমুদ্র সফেন হাঁকে বিপদসংকুল।


বৈরী বাতাস ডাকে কুহকের সুরে ;
অজানা শঙ্কায় কাঁদে বিষাদ ঢুঁকরে,
অকৃত্রিম ভয় ভাসে ইথারে ইথারে।


সফেদ সফেন শুধায় মাতাল গর্জন
নাবিকের মনে পড়ে স্বজনের মন!
মনের কোণে বাজে বিষাদের তান।


মেঘেদের আস্তরণ যেন কালাপাহাড়
হতাশার প্রলেপ মাখা মনের দুধার,
নাবিকের মন খোঁজে আলোক দিশার।


মাল্লারা ঘুমায়েছে অহিফেন ঘোরে
নাবিকের মনে ভয় বাজে সজোরে,
আলোক নাকি মরীচিকা দূর সুদূরে!


হাল তবু ছাড়েনাকো দুর্দম নাবিক
মনে তার আশা জাগায় ঈমান সঠিক
অশরীরি আলো জ্বলে মনের দিগ্বিদিক


এগিয়ে যায় নাবিক অজানা নিশানা
প্রভু তার জানে ঠিকই মনের ঠিকানা;
গন্তব্যে পৌঁছায় নাবিক গাহে শুকরানা।


বেহাগ- বিরহ,বিচ্ছেদ।
সফেন- ঢেউ।
কুহক- মায়া।
সফেদ- সাদা।
বৈরী- শত্রু।
ইথার- বাতাস তরঙ্গ
তান- সুর।
অহিফেন- আফিম,নেশা দ্রব্য।
দিগ্বিদিক- সব দিক।
শুকরানা- কৃতজ্ঞতা জ্ঞাপন।