বাসর
---আজগর আলী
রচনাকাল ১২-১২-২০১৭খ্রীঃ


তুমি পুণ্য হয়ে এলে, আমার শূণ্যময় ঘরে
মুড়িয়ে আছি যেথায়, আমি অভাব চাদরে
সংগতি নেইকো আমার, দেনমোহর দেবার
একটাই জীবন লিখে দিলাম, মালিকানা তার
এতেও পোষায় না যদি, আজ এসো এ বুকে
শুনে দ্যাখো এ আমি, মরছি কোন অসুখে
কৌশলে বেঁধে দেবো, বশীকরণ তাবিজ
ছলনায় বুনে দেবো সে, ছোঁয়াচের  বীজ


স্বপ্ন গড়েছি আজীবন, শুধু জীবন গড়ি নি
স্বপ্নের কথা শুনিয়ে, আজ কাটাবো রজনী
আজিকার মতো নিশুতি রাত, আর আসিবে না
এমন অক্ষত আমাকে, আর কভুও পাবে না
এসো আমাকে খুলে নাও, যৌবনফিতা কাটো
নিষ্কলুষ রেখো না আর আমাকে, করে দাও এঁটো।


সমর্পণ
----আজগর আলী
রচনাকাল ১২-১২-২০১৭খ্রীঃ


দেনমোহর নাইবা দিলাম হোলনা কাবিন
বিছিয়ে দিয়েছি আমার হৃদয় জমিন
বুকের গহীন আকাশ  শুধুই তোমার
সেখানেই সাজিয়ে নাও  স্বপ্ন বাসর
আমাকেই সঁপে দিলাম তোমার কাছে
নিরঙ্কুশ দখল নাও আনাচে কানাচে
হলফ করে বলেই আজ তোমার হলাম
প্রয়োজনে  না হয় তুমি তুলিও  নিলাম


আমার বিনিময়েই আজ তোমাকে চাই
দেনমোহর কাবিনের মানি না ভালাই
সাজিয়ে নিয়ো  তোমার মনের রঙে
একটু ঠাঁই দিয়ো শুধু সোনার অঙ্গে
তোমাকে পাওয়া হলে চাওয়ার কিছুই নাই
তোমাতেই যে জগৎ জ্যোতি দেখিতে পাই


কল্পনায়ও ভূত
----আজগর আলী
রচনাকাল ১২-১২-২০১৭খ্রীঃ


বাস্তবে কখনও আমি তাহারে পাই না
কবিতায় পেতে গেলেও ধর্ম থাকে না
তাহার কদর এতো আগে তো বুঝি নি
জাত পাতের ভালাই তো আগে খুঁজি নি


আগুন বাতাসে ভাসে প্রেমিকের মন
বুঝি জীবন রচনা করে প্রেমের কাফন
কড়ির জীবন ধরে কেমন রয়েছি পড়ি
বলো প্রেমের দাম কীভাবে মেটায় কড়ি


জীবনের যোগফল মিলাবো কী করে
কল্পনাকেও আজকাল ভূতপ্রেতে ধরে
এ কেমন হলো বলো কবির জীবন
এ কেমন জ্বলছে  বলো জীবন উনুন


এবার ছাড়ো তো আমায় পায়েতে পড়ি
কল্পনায় হলেও আপনার ভুবন গড়ি