রুবাইয়াত ই আজগর আলী ( ১)
--------আজগর আলী
রচনাকাল ২৩-০৯-২০১৭ইংরেজি


সাকি যে মোর আঁখি খুলে না বিনিময় বিপণন নয় বাকি,
আজ নগদ কাল ফাঁকি কথাটি যেনো মনে রাখি।
দেয়া নেয়ার এই ভবেতে আমি মুসাফির এক ক্লান্ত;
পরিশ্রান্ত দিল শান্ত করি ক্যামনে সাকি রয়েছে মুখ ঢাকি


আমার ভাষান্তর:


Oh my dear open the eye, and say don't lie,
Give at once hey, tomorrow you may die.
I am tired, on the way to heaven;
Can I fly? tavern is open but dear is feeling shy.


রুবাইয়াত ই আজগর আলী (২)
          ---আজগর আলী
রচনাকাল ২৩-০৯-২০১৭ইং


আকাশ কুসুম কল্পনাতে কেউবা করছে সময় পার,
আমার সাথী লাল মদিরা বসে আছি সাকির ধার।
জীবন বড় সময়টা কম ঘাড়ের কাছে নাচছে যম;
পান কর তাই জীবন সুধা, এই জনম পাবে না আর


আমার ভাষান্তর:-


Some are passing time, with the bogus flam
I am with red wine, sitting beside the glam,
life is long, time is short, frequently dancing a sword ;
Listen, drink the life vine, once lost it never
come.


রুবাইয়াত ই আজগর আলী (৩)
          ---আজগর আলী
রচনাকাল ২৩-০৯-২০১৭ইং


কাদা মাটি থেকে আমায় সৃজিয়াছেন  যিনি!
চাঁদ সুরুজ আর গ্রহ তারাও সৃজিয়াছেন তিনি।
শয়নে কি স্বপনে,দিবা কিবা নিশিতে, তাহারেই আমি খুঁজি;
শোধ হবে কি সৃষ্টি-ঋণ ওরে জীবনে মরনে কোন দিনই।


আমার ভাষান্তর


He,who has created me, from the mud,
Sun, Moon,Star and planet, he also created
I am hunting him,from day to night also in dream;
I am owed, from born to death, it can't be repaid