কুহক
অাজগর আলী
রচনাকাল ৪-১১-২০১৭খ্রীঃ


আঁধারের পথে যেন, একা মুসাফির
মাতাল সময়ও বলে,নিরাশার গাথা
হিসেব ঘড়ি বাতায়, সময় অযথা
চারিদিকে ধু-ধু তবু, খুঁজে যায় নীড়।
উত্তাল সায়রে ঢেউ, ভাঙছে যে তীর
কালোফিতায় বাঁধা এ, মায়াবী জীবন
পেছনের পানে ডাকে, স্বজনের মন
অসহায় নাবিক সে, হয়ে গেছে স্থির।


ঐ দূরে হাঁকিছে এক, যুগের সাধক
বিলুপ্ত হোক এবার, হতাশার গান 
জেগে উঠুক, নিরাশ, পথের পথিক,
বাজুক নতুন গানে, কেতনের তান
কুহেলিকা কেটে হোক, স্ফটিক এ মন,
জয় হবে তবে আগে, কাটুক কুহক।


(কখখক- কখখক- গঘগ- ঘঘগ)


পরিবার
আজগর আলী
রচনাকাল ৪-১১-২০১৭খ্রীঃ


সুখস্মৃতি কত আছে, পরিবার ঘিরে
মা বাবা ভাই ও বোন, দাদা দাদি মিলে
উড়ায়েছি স্বপ্নঘুড়ি, বাতাসের পালে
ছিলাম সবাই মিলে, স্বপনের নীড়ে।
হৃদয়তো ব্যস্ত ছিলো, ভালোবাসা ভীড়ে
কখনোই ভাসিনিতো, নয়নের জলে
বেদনা লুকায়েছিতো, মায়ের আঁচলে
সুখ আর সুখ ছিলো, এর সব তীরে।


পাখিরা পালিয়ে আজ, শুধু হাহাকার
স্নেহ মায়া মমতা যে, স্বপ্নই এখন,
কেউতো দেখেনা আর, মাতম কাঁন্দন,
পরিবার হারায়েই, ধরি সংসার
ভিজে না হৃদয় আর, ঝরে আঁখি নীর
কেমন জীবন হলো, জীবন এখন।


(কখখক- কখখক- গঘঘ- গগঘ)


অসভ্যতা লুকাও
------আজগর আলী
রচনাকাল ০৪-১১-২০১৭খ্রীঃ


সভ্যতা লুকিয়ে থাকে পোষাকের তল
জমকালো সেজে রয় উপরে উপরে
ভেতরে বিষাদ কাঁদে গুমড়ে গুমড়ে
আগুন যেমন জ্বলে ভষ্মের অতল!
মুখের মুখোশ শুধু ভণিতা কেবল
ভব্যতা বাজে  আজ এই সুর লহরে
সভ্যতার গান বাজে এভাবে প্রহরে
গান যেমনই হোক অসমান তাল।


সত্য দেখলেইতো গায়ে আগুন জ্বলে!
তেড়েফুড়ে এসেই করে শ্রাদ্ধ কীর্তন
এই হলো সভ্যতার মূল গুণাগুণ
মুখোশ খুলো না তাই খোলাখুলি বলে,
জেনে রেখো বলি এ সহজ সমাধান
অসভ্যতা লুকাও সভ্যতারই তলে।


(কখখক- কখখক- গঘঘ- গঘগ)