বাতাসের মানচিত্রে হুমড়ি খায়
সরোদের অভুক্ত সুর-
নিরপেক্ষ আকাশের গায়ে ফোটা নির্জলা নীল সমুদ্দুর
সবুজের তীরে স্থির চোখ বহুদূর
জানতে চেয়েছো তুমি
কী এমন অর্থ এসব প্রকৃত ঘটনার!


টিএসসির বৈকালিক আড্ডায়
আমাদের  তুমুল আলাপচারিতার আসলে কীইবা ছিলো সঠিক মানে!


আমিতো তখনই বলেছি
তোমার শাড়ীর অর্থ তোমার বুক
শরীরের অর্থ নির্ভুল ছোরা ও চাবুক
সুন্দরের গোপন অর্থ তোমার চুলে
শিল্পের অর্থ আঁকা তোমার জরুল তিলে
আসলে প্রকৃতির নিগূঢ় অর্থ হলো নারী
যেমন
নদীর অর্থ তার সুরেলা দুকূল
সোনালী সকালের অর্থ তুমুল হট্টগোল


বিউগলে ফেটে পড়ে যেসব মূর্ছিত সুর আর্তনাদ
তারও অর্থ লিখা আছে তোমার পিনোন্নত যৌবনে-


না না এখন
এসব মাকাল ইতিহাসের পেছনে
ধাওয়া করার সত্যি অকাল
এবারতো তোমার মনের অভিধান খুলে দেখার সুবর্ণ  সকাল
যেখানে অনেকগুলো ধূসর রাস্তা এক হয়ে আছে নানান ছুতোয়