ত্রিশলক্ষ শহিদের রক্তসাগরের
উত্তাল লালে ভর করে আসা স্বাধীনতা এখন যেন প্রতিবেশীর করুণার দান!
তিস্তা ফারাক্কা আর ট্রানজিটে বিকিয়ে দিয়েছো
দুলক্ষ বীরাঙ্গনার মান।


শোনা যায়!
রৌমারিতে রুখে দেওয়ার বদলা নেওয়ার  
সুযোগ ; করে দিয়েছিলে তুমিই।


গলা টিপেটিপে মেরেছো মানি মার্কেট,
গার্মেন্টস, রিজার্ভ, ব্যাংকবীমা তল্পিতল্পাসহ!
জিডিপির গ্রোথ দেখিয়ে দেখিয়ে
হাভাতে বাঙ্গালির সাথে করছো নির্মম তামাশা।


প্রশ্নফাঁসের জোয়ারে আর জিপিএর
বন্যায় শিক্ষাকে পাঠিয়ে দিয়েছো
বঙ্গপোসাগরের অতলে,
অচিরেই বইখাতা কলম হয়ে যাবে শখ করে কেনা; মোঘল আমলের সুলতানি তরবারি!
ঝুলে থাকবে ড্রয়িং রুমের দেয়ালে।


ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছো
ইয়াবা ব্যবসা আর খুনের লাইসেন্স।


দশটাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটের সময়ে করেছিলে নির্বাচনি চালবাজি ;
কারসাজি করে পদ্মা সেতুর একেকটি
স্প্যান দেখিয়ে দেখিয়ে দফায় দফায় বাড়িয়ে দাও
চাল তেল পেঁয়াজের দাম।


উন্নয়নের নামে ফ্লাইওভারেও ট্রাফিক  
সিগন্যাল বসিয়ে সুনাম কামিয়েছো বেশ!
সন্ত্রাস দমনের নামে রাজনৈতিক
হত্যাকাণ্ডে একুশ শতকের বধ্যভূমিতে
পরিণত হয়েছে দেশ।


ধর্ষণ এখন তোমার ছেলেদের রাজনৈতিক
সামাজিক কিংবা গণতান্ত্রিক অধিকার!
তবুও নির্লজ্জের মত বগলে বয়ে বেড়াচ্ছো
মাদার অব হিউম্যানিটির ;
মেকি তকমা!  তোমায় শত ধিক।