★লিমেরিক (১)


ভুত তাড়ানোর অদ্ভুত খেলায় সেজোছো তুমি কিম্ভূত
ঝাড় ফুঁক দেখি বৃথায় গেলো সবই, হলে তুমি পরাভূত
পুঞ্জীভূত ক্ষোভের উদগীরণ হলো
আশা নিরাশায় ভরসা দোল খেলো
হৃদয়ের বাগিছায় ফুটিলো বুঝি বনফুল এক অনাহুত!


★লিমেরিক  (২)


নরম পেলে গরম জল ঢালে গরমের তরে দেখি ঠাণ্ডা
সময়ের ফেরে মুরগিও দেয় দুধ ঘোড়ায় পাড়ে আণ্ডা,
মণ্ডা মিঠাই সবি বৃথা কিলের বদলে দাও কনি
পাগলতো হতেই হবে পেয়েছো পাগলের খনি,
অযথাতেই যথা খুঁজে নাও নয় হা-হুতাশে যাবে প্রাণটা।


★লিমেরিক (৩)


বিস্তৃর্ণ জলরাশি অথচ দ্যাখো একফোঁটা পানের জল
নাই,
কত বিদ্যান দ্যাখো আশে পাশে তবু শিক্ষিত খুঁজে না পাই।
রাজা শাহের বাগানে আমি খুঁজে ফিরি বনফুল
হাতে বালা গলায় সাতনরীর হার কানে নেই দুল
কাজ নেই তাই খৈ ভাজি,নিজের খেয়ে বনের মোষ তাড়াই


★লিমেরিক (৪)


শুনো তুমি-আমি-ও-সে এই ধরায় শরণার্থী সকলেই
ভবের মায়ায় অন্ধ হয়ে তবে কেন করছ মিছে বড়াই?
লড়াইয়ে যে হেরে যায় তারে বিজিত কয়,
লড়াই ছাড়াই হেরে গেলে উপাধি কি হয়?
মানুষ মানুষের জন্য দেখিয়েছে এদেশ দেখেছে সবাই।


★লিমেরিক (৫)


গাঁয়ে মানে না আপনি মোড়ল অযথাই করেন পণ্ডিতি
ধুনফুন করে চলেন কয়দিন বছর শেষে মিলে দুর্গতি,
মিনতি করিলে কেউ পাত্তা দেয় না
ছিনিয়ে নিলে ফিরে আর পায় না,
এটাই আমাদের সমাজ ব্যবস্থা কিংবা জীবন পদ্ধতি।


★লিমেরিক (৬)


প্রেমের মরা জলে ডুবে না প্রেমিকতো ডুবে যায় ভাই
প্রেম প্রেম খেলায় প্রেম জিতে যায় প্রেমিকের নাই ঠাঁই,
এ মিছে ধরায় আপানাই সঠিক
বাকি সব কিছু লাগে বেগতিক,
রসিকজনা হাঁক ডাকিয়া কয় তেল দাও নিজের চরকায়


★লিমেরিক (৭)


কয়; কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে
বালুচরের ঘর খানখান হয় একথা জানে ঘরে বাইরে,
সময়ে জানা কথাও হায় ভুলে যাই
শিখার কোন শেষ নাই বয়সও নাই,
শিখতে আছি জন্ম থেকে শিখবো যাওয়ার আগে কবরে


★লিমেরিক (৮)


লোকে আমায় পাগল বলে আমি তো পাগল নই
দেনা-পাওনা চুকানোর ভয়ে শুধুই পাগল সেজে রই,
হই হই রই রই করে সময় কাটাই হে
ঘুড়ি ছেড়েছি ছাড়িনিকো নাটাই যে
বেলা শেষে নীড়ে ফিরে পাখি জীবনই হলো এমনটাই।


★লিমেরিক ( ৯)


চাচা আপন জান বাঁচা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়
হাঁসের জন্য মহিষ ব'লি দেয় এমনটাওতো অনেক হয়
নীতি কথার রীতি বুঝা দায় যত
রূপ বদলায় আপেক্ষিকতায় কত
কখনো সখনোতো যত গর্জায় তার চে'য়েও বেশি বর্ষায়


★লিমেরিক  ( ১০)


শুনো বলি আত্ম বিনাশ আছে আত্মার বিনাশ নাই
কেবল আত্ম উন্নয়নেই আত্মারা পরমাত্মায় নেয় ঠাঁই,
পরমাত্মা সে কি জানা বড় দায়রে
মিলে মুক্তি শুধু বিবেকের ব্যখ্যায়রে
আমার সূত্র শুধুই ভালোবাসায় দিলাম সবারে জানাই।