----------
          


              তুমি আসো নি বলে
   শীতের কুয়াশাগুলো শিশির হয়ে
               আজ ঝরে নি!
           তুমি আসো নি বলেই
     তন্দ্রাচ্ছন্ন ভোর আজ দুপুর
                 হয়ে জাগে নি!


         তুমি আসো নি বলে
   পানকৌড়িদের মিছিল ভাসে নি
                 দীঘির জলে,
           তুমি আসো নি বলেই
    বিরহী ডাহুকও ডাকে নি আজ
            সুরেলা কান্নার ছলে।


          তুমি আসো নি বলে
     কুহকি কোকিল ধরে নি কো
            তার চিরায়ত সুর,
           তুমি আসো নি বলেই
কলমি লতার রঙিন প্রজাপতিরাও
        চলে গেছে আজ বহুদূর।


            তুমি আসো নি বলে
দিবাকর রবি আজ মুখ দেখে নি
             সুসবুজ ধরিত্রির,
          তুমি আসো নি বলেই
   অভিমান ভাঙে নি প্রেম পিয়াসি ;
              প্রেয়সী সাবিত্রির


           তুমি আসো নি বলে
    রাতের শশীও আজ আলোক-
            করে নি কো ধার,
           তুমি আসো নি বলেই
     বনমালিরাও গাঁথে নি আজ
            বিনে সুতার হার।


            তুমি আসো নি বলে
    পথের ধারে হাসে নি কো আজ
              অচেনা বনফুল,
            তুমি আসো নি বলেই
    দুর্ভিক্ষ লেগেছে গোলাপের বনে
          মধুকর হয়েছে ব্যাকুল ।


           তুমি আসো নি বলে
পাহাড়ের গায়ে আজ মেলা বসাই নি কো
               চিরচেনা সবুজ
          তুমি আসো নি বলেই
জগতের যত মহাপণ্ডিত সব হয়ে গেছে
                কেমন অবুঝ!


             তুমি আসো নি বলে
আজ প্রেমের কবিরা লিখে নি কোনো  
             রোমাঞ্চকর কবিতা,
             তুমি আসো নি বলেই
ক্ষ্যাপাটে কবিরাও ছুড়ে ফেলেছে সব
            প্রতিবাদ লেখার খাতা।


               তুমি আসো নি বলে
  পৃথিবীর বুকে নেমে আসবে না আর
          সুশোভিত কোনো ফাগুন!
               তুমি আসো নি বলেই
পৃথিবীর সকল জলাধারে আজ একাধারে
               লেগেছে  আগুন।


           তুমি আসো নি বলে
   গণতন্ত্রও আজ আটকা পড়েছে  
           কাশিমপুরের জেলে
             তুমি আসো নি বলেই
    মানবাধিকারের শেষ বস্ত্রটুকুও ছিড়ে  
  ফেলেছে রাজ শকুনির পালিত ছেলে


          তুমি আসো নি বলে
বিল্পবের সকল স্বপ্ন আজ চলে গেছে  
             চিরতরে নির্বাসনে,
          তুমি আসবে না বলেই;  
ঠিক করেছি এবার দেড়শো আসনের
  এম পি হবো বিনা ভোটের নির্বাচনে।