মাগো দশমাস, দশমাস-দশদিন ধরে---
কত  কষ্টেইনা তুমি মোরে ধরেছো জঠরে।
এত কষ্টের ধন, কেমন করে তুমি রেখে গেলে ওরে
রেখে গেলে কেন মোরে তুমিহীনা এই ভব সংসারে।
তুমি আসনা মাগো  আবার আমায় কোলে নিতে।


বাঁচার জন্য বাঁচা আজ
কষ্টের মাঝেও শত সাজ
তুমিহীনা আমার ধরাধাম মাগো সাজে কী করে!
রংচটা দুনিয়ায় শত বর্ণের ছটা
কত ঘটনার ঘনঘটা ঘটে য়ায়, রটে যায় শত রটনা।
আমার অন্তিম বাসনা তুমি মাগো
একটি বারের তরে তুমি আসনা।
আসনা মাগো তুমি আবার,আমার দেয়া কষ্ট পেতে
বুক পেতে আসনা মা আমায় আবার কোলে নিতে


বুঝিনি মাগো কী হারালাম, বুঝিনি তোমায় তুমি থাকতে
তুমিহীনা এখন আর থাকতে চাই না মাগো এই ধরাতে।
সবই অন্ধকার, তিমির আঁধার মাগো আমার সংসার
কত হাহাকার করে বলি আজ, তুমি আস না
তুমি আসনা মাগো আমায় আবার কোলে নিতে


কত কষ্টে তোমায় পুড়িয়েছি, হাবিয়া দোযখে জ্বালিয়েছি
সে জ্বালায় কেমন আজ আমি জ্বলছি মাগো
দেখতে চাইলে তুমি আসনা
তুমি আসনা মাগো আমায় তুলে নিতে


আজ পুড়ে পুড়ে অঙ্গার, জাহান্নামের
জ্বালানি হয়েছি এই ধরাতে
তুমি আসনা মাগো আবার আমার বেদনা মুছে দিতে
তুমি আসনা মাগো আমায় আবার কোলে নিতে