তুমি ভালোবেসে ভেঙে দাও ভুল
----আজগর আলী


তুমি ভালোবেসে ভেঙে দাও ভুল
চলো আগুনের দ্বীপে ফোটাই শিউলি বকুল
আকাশের ছায়া মেঘ আমার ছায়া হও তুমি
তোমার ছোঁয়াতে জাগুক মরুর এ ভূমি


বিছায়ে দাও যদি শীতলের কোল
বুকে জড়িয়ে দাও মায়ার আঁচল
আমি মৃত্যুকে ঠেলে দেবো দুপায়ের তলে
জীবন বেঁধে দেবো তোমারই আঁচলে


তোমার হাসি হোক আমারই সুখ
তুমি দুঃখি হোলে বাড়ুক আমার অসুখ
চলো ভবের হাটেতে চলো হাসি কিনি যাই
হাসির চাদরে  সব দুঃখ লুকাই-


তুমি ভালোবেসে ভেঙে দাও ভুল
চলো আগুনের দ্বীপে ফোটাই শিউলি বকুল
ফুলের প্রেমিক যদি ঐ কালো ভ্রমর
হাসনাহেনারা বলুক আমাদেরই খবর


আমার ঠিকানা তোমার চোখের কাজল
তোমার দৃষ্টি ভাঙবে নিরাশার আল
আমি পাড়ি দেবো সব গরলের নদী
ভালোবাসি ভালোবাসি তুমি বলো যদি


তুমি ভালোবেসে ভেঙে দাও ভুল
চলো আগুনের দ্বীপে ফোটাই শিউলি বকুল
আকাশের ছায়া মেঘ আমার ছায়া হও তুমি
তোমার ছোঁয়াতে জাগুক মরুর এ ভূমি


তুমি ভালোবেসে ভেঙে দাও ভুল
চলো আগুনের দ্বীপে ফোটাই শিউলি বকুল


*********************



জীবন তরী
----আজগর আলী


তোমাকে পাওয়ার আনন্দে কার পাথুরেচোখ দুটি  হাসে!
তুমি বিহনে আমার গহীন কাঁপে অজানা তরাসে!


তুমি রাত জেগেজেগে বোনো কার ভাঙাচোরা ঘর!
আমি জেগেথাকা এই সশব্দ নগরীর দগ্ধ ক্যানভাসে ;
আঁকি দুষ্প্রাপ্য নোনাজলের কালিতে স্থিরচিত্র তোমার।


তুমি সন্তান-সন্ততির পালে অভাবের ক্ষেত ভরছো কার!
আমি দুঃখের চাষ করি আবাদি হৃদয়ে;
জন্মনিয়ন্ত্রণও মানে না এসব দুঃখের বহর।


তোমার দীঘলকালো চোখ ঢেউ তুলে কোন রসিকের মনে!
ইলিশের ঝাঁকের মতন কেমন কষ্ট ভেসে আসে  আমার হৃদয়ের উজানে!


তোমার মুক্তোঝরা হাসি খৈ ফোটায় কার মরা চরে কে জানে!
আমারতো দিন কাটে পাথরের নদীতে জীবনতরী টেনে টেনে।