অনন্ত এক বসন্ত এসেছে নাকি-
আমার দুয়ারে; আমিতো টের পাইনি!
আসো নি তুমি তাই এ আমি আর;
মল্লিকার বনে ছুটে যাই নি


হৃদয়ের অঞ্চল ভেজে নিতো আজ;
তোমার চঞ্চল নূপুরের গানে
শুকনো পাতার মর্মরে তাই বিরহ বাজে
দোলা লাগে নাতো আর প্রাণে


কোকিলের গান দোয়েলের শিসে
মন হয় নাকো আর উতালা
রৌদ্রস্নানে হৃদয়ের কানন হয় না যে আর
কানায় কানায় উজালা


তপোবনে আজ মিছে অপবাদ রটেছে
যুবতি বসন্তের নামে
তুমি আসো নি তাই বসন্ত ভেজে নি
আজ স্নিগ্ধ সুরভিত প্রেমে


তবুও বসন্ত নেমেছে আজ ধরণীর বুকে;
তার চিরায়ত সব রূপে!
আসো নি তুমি তাই ভাসিনি সুখে; আমি,
মন ডুবেছে  অজানা অনুতাপে


শুকায়ে গেছে হৃদয়ের পলাশ
বকুলও হারিয়েছে সব ঘ্রাণ
হাজারও গোলাপের তরতাজা আলাপেও
জাগবে কি আর প্রাণ!


হৃদয়ের মালি খালি খালি বসে
শুকনো মালাই বুনে
আসো নি তুমি তাই পুড়ে তাও ছাই
বিরহের উনুনে


তুমিহীনা'যে বসন্তের রূপ আজ
বড্ড অচেনা লাগে
ফাগুন পুড়ে যায় অজানা আগুনে
শুধু হাহাকার থাকে গুলবাগে


আমার বসন্ত তুমি যে হে প্রিয়া
বুঝো নিতো কখনো আর
বসন্তে বসন্তে ভরলেও এ পৃথিবী
কী মূল্য আছে আজ তার।