অবারিত মাঠ আর ফসলের ক্ষেতে
যেন চিরহরিৎ লুটোপুটি খায়!
ঘন ঘন সরিষা-কালাইয়ের বন,
সবুজাভ হলুদের বিচ্ছুরণ ঘটে দিকেদিকে;
বর্ণিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে নেমে আসে ক্লান্ত আবীর
মৌ মৌ সমীরণে চলে ফুলেদের নিবিড় পরাগায়ন
পাতিহাঁসের পাল যিকির করে স্ফটিক দীঘির জলে;
সময়ে সময়ে হয় অমোঘ প্রজজন!
বিনয়ী অতিথি পাখিদের পালকে মাখামাখি;
ধুলোয় ধূসরিত উঠোন,
কেমন প্রাণোচ্ছল দৃশ্যের অবতারণা করে আদি কারণ


পরিয়াযী মন প্রমোদ ভ্রমণের নেশায় হয় উচাটন
লাল হলুদ আভরণে সজ্জিত বিনোদন পিয়াসী পল্লীবালার দল;
আলোকিত করে হেঁটে যায় মেঠোপথ ধরে
বহুদিন ধরে চলেআসা অতিথি সৎকারের রীতি,
কেমন নির্মোহ প্রীতির বুননে আবদ্ধ সম্পর্কের বন্ধন!


গ্রামীণ প্রকৃতির এমন অপরূপ দেহবল্লরি
এখন আর দেখা যায় না এখানে!
কেমন বিরাণ হয়ে গেছে প্রাকৃতিক লীলাভূমি
প্রাণের জানালাগুলো খিল লাগিয়ে দিয়েছে সংগোপনে
জোনাকজ্বলা রাতগুলো হারিয়ে গেছে সযতনে
আত্মহননের পথ বেছে নিয়েছে বর্ণিল প্রজাপতি
ঘাসফড়িং আর মৌমাছির বাসা ভেঙে নির্মিত হয়েছে ইটের ভাটা!
ধিকিধিকি জ্বলছে সোনাফলা ভূমি
জন্মান্তরের প্রেম উবে গেছে সেই কবে,
তুমি আমি অংশীদার এ যান্ত্রিক সভ্যতার!
চেয়েচেয়ে দেখছি কেমন!
এখন এখানে প্রযুক্তির ছোঁয়ায় অবিরত জন্ম হয়
সঙ্কর ভালোবাসার!
প্রতি ন্যানো সেকেন্ডে হয় ট্রিলিয়ন ট্রিলিয়ন
ভার্চুয়াল সুখের লেনাদেনা।