-----------ইয়াবা মেয়ে
             -----আজগর আলী
          রচনাকাল ২৪-০১-২০১৮খ্রিঃ


  সৃষ্টির শুরু থেকেই ঐন্দ্রজালিক মায়ায়
     নারিরা বেঁধেছিলো পুরুষের মন;
              অদৃশ্য এক সুতোয়!


        এ নারি প্রেমের মোহেই তো;
               আদম বেহেস্ত হারায়!
        তবুও এ নারিই সদা পূজনীয় ;
       সকল বীর আর সুপুরুষের কাছে!


         আমার কাছে তো আমার দাদী
             আমার মা আমার বোন,
                   আমার প্রেমিকা
               আমার সহপাঠীনি!
         আর, আমার স্ত্রীর সন্মান
       আমার জীবনের চেয়েও বেশি----


         আমি তো কোনো কিংবদন্তি
                     পুরুষ নই যে
আমার চেয়ে অন্য পুরুষেরা হবেন আলাদা;


  শতে দুয়েকটা ধর্ষক কাপুরুষ ব্যতিরেকে
   সকল পুরুষই তো পুজা করে এ নারিকে!


         জানি এ কভুও হবার নয়
         তবুও কেন জানি ভয় হয়!


             কিছু বিকিয়ে যাওয়া ;
     বাজারুয়া আর ইয়াবা মেয়েদের  
                   তামাশা দেখে!
         কিছু বাজারুয়া পুরুষ ব্যতীত;
          যদি বেশির ভাগ সুপুরুষেরাই
             নারি বিদ্ধেষী হয়ে যায়!


    আমার দাদী, আমার মা, আমার বোন,
       আমার প্রেমিকা, আমার সহপাঠীনি  
         আর আমার প্রিয়তম স্ত্রীর ঠাঁই!
           হবে বলো কোন ঠিকানায়??



------------------মাতৃভাষার মান
                 ----আজগর আলী
             রচনাকাল ২৪-১-২০১৮খ্রি:


     সালাম রফিক বরকত জব্বারের রক্ত-  
           বিগলিত একুশে ফেব্রুয়ারি
              খোদার সেরা দান,
       মাতৃভাষার তরে এমন অবদান!
           গোটা বিশ্বে বিরল হলেও;


    বাংলিশ কিংবা বাংরেজির করাল প্রকোপে!
  মাতৃভাষা বাংলা এখন প্রতিনিয়ত খুন হয়
           এদেশের রেড়িও টেলিভিশনে।


               টকশো গোল টেবিলে!
       খেলার মাঠে খাওয়ার টেবিলে!
                   কিংবা; শিক্ষাঙ্গনে,
       মাতৃভাষাকে কুরবানি দেওয়া হয়    
                    সহাস্যবদনে!


       শহিদদের মা-বাবার নয়নের জল    
                 শুকাতে না শুকাতে;
      আমাদের মা-বাবারা বুক ফুলিয়ে;
              দম্ভভরে বলা শুরু করেছে!
                         দাদা:-
     আমার ছেলের বাংলাটা ঠিক আসে না!


           আমারও ঠিক মাথায় আসে না
                   হৃদয়ের বেদিমূলে যদি ;
          আঁকা না থাকে মাতৃভাষার নাম!


                না বাংলা না ইংরেজি!
                  জগাখিচুড়ি প্রকৃতির
                         এমন ধারা
          বাংলিশ অথবা বাংরেজি প্রজন্ম!


                            কিংবা;
             ফেব্রুয়ারির একুশ তারিখে;
     শহিদ বেদিতে পুষ্পস্তবকের ঢালি
           আর, প্রভাত ফেরির গান,
  কেমন ধারা রক্ষা করবে মাতৃভাষার মান!