দাও রহমতের পানি
আজহারুল আল আজাদ


দাবদাহে পিচ ঢালা পথ
জমকালো কাদা
ফুটন্তপানি থকথক যেন,
মেঠো পথ সাদা।


মাঠ ঘাট রোদে পুড়ছে
রুষ্ট প্রকৃতির খেলা,
ঘামে ঘামে গা ধোয়া
গায়ে বড্ড জ্বালা,


পাখপাখালি মানুষ জন্তু,
খুঁজে ফিরে শান্তি,
একই দাবদাহে সকলি
আজ হয়েছে বন্দি।


হে প্রভূ কত গোনা করেছি
নিজে না জানি,
ক্ষমা করে সকল গোনা
দাও রহমতের পানি।