তখন গ্রীষ্মকাল,
ভূয়িষ্ঠ গরমে আমি উপবাসে থেকেছি
টিফিনের পয়সা জমিয়ে
তোমার জন্য একটা পায়েল কিনেছিলাম
তোমার কথা ভাবতে গিয়ে
চিলেকোঠায় কেটে গেছে অনেক রাত
অনিদ্রায় করেছি রাত্রিযাপন
রজনী কেটেছে ঘোরচোখে,
এখন তোমার বুকে শুধুই রক্তের গন্ধ
তোমার মহীতে অবিশ্বাসের ছায়া
আর তোমার ক্ষুরতলে আমার স্বপ্ন কারাবদ্ধ,
আমি তো সেই তোমাকে চিনি,
যার প্রভাত শুরু হত আমার হাসি দিয়ে
সেই তোমাকে চিনি,
যার গোধূলিতে অস্ত যেত আমার মুখ চেয়ে,
আজ অর্থের খাতিরে, পটুতার কারণে
আমি হয়েছি এক অর্বাচিন,,,,