ভিষণ অন্ধকারে চিতকার করে সাইরেন বাজিয়ে যাওয়া এম্বুলেন্স টাকে পিছু নিয়েও ধরতে না পারা ব্যাক্তিটির আক্ষেপ কে কখনো মাপতে যেও না,
বিশ্বযুদ্ধে বিজয় কেড়ে নেওয়া খ্যাত কমান্ডার নিজের কাছে বার বার আত্মসমর্পণ করে মাথা কুড়ে কাদে তার গর্ভবতী স্ত্রী যখন তাকে চিনতে না পারার অভিনয় করে,
খুব লিকলিকে একটা গাছের ডালে কিছু খড়কুটা দিয়ে বাসা বেধে  পুরো একটা বর্ষা সেটাকে আগলে রেখে তার একমাত্র নবজাতক কে যখন চিলের হাতে প্রান দিতে হয় তখন পাখিটার ডানা ভেংগে যায়,
তাদের ব্যথাকে কখনো মাপতে যেও না,
কালের সবচেয়ে বড় অভিশাপে যখন ৪৫ বছর বয়সের মধ্যবয়সী বিগত ৫ বছর ধরে তার সাথে কথা না বলা জীবনসঙ্গী কে আইসিইউর দরজা ধরে কাদতে দেখে হাতে ভর দিয়ে উঠে কিছু বলার আগেই যখন শেষ বারের মত চলে যায় তার কষ্ট মাপতে যেও না,
তোমার কাছ থেকেই বা কি পেয়েছি?
তুমি তো ইদানীং দ্রব্যমূল্যের মত করে সবার কাছে নিজের কষ্ট বিনামূল্যে দিয়ে একটু শান্তি খোজ,
তুমি আমার ব্যথা মাপতে এসো না,
আগে তো চশমা ছাড়াই দেখতে পেতাম এখন টেলিস্কোপেও অন্ধকার,,