কি চমৎকার নিঃসঙ্গতা
কি দারুণ ভাবে যক্ত হচ্ছে
একেকটা ভয়
আমি একটা জীবন চেয়েছিলাম
নদী যেমন প্রবাহিত হয়
কল্যাণের আগুনের তরে
আমিও সাহস করে
তোমার আগুনে পুড়তে চেয়েছি


কি বিষন্ন লাগে
কিভাবে বুক ধরফর করে
কি ভাবে কেটে যাচ্ছে পরিনত
হবার ভান করতে থাকা
আমার জীবন


কি একটা অনিশ্চয়তা
কি একটা হাহাকার
আমি হাহাকারের কি রঙ
তা জানতে পারিনি
আমি ধৈর্য্যর কি ফল
তা দেখতে পারিনি


আমি একটা ফুটে থাকা
শাপলার মাঝে পানকৌড়ি
হতে চেয়েছিলাম
আর ইশ্বর আমাকে
মানুষ বানিয়ে ছেড়ে দিলো