চিড়িয়াখানার দোহাই দিয়ে যেমন আকাশের পাখিকে খাচায় আটকায় রাখা হয়
আমি ঠিক তেমন একটা অবস্থায় আছি,
জ্ঞানীরা এটাকে বলে লকডাউন,
কেমন একটা বিশ্রী অনুভূতি, মাঝে মাঝে আমাদের স্টিলের দরজাটা চ্যাক চ্যাক শব্দ করে খুলে আকাশ দ্যাখার ভান করি,
কিন্তু কেমন একটা আতংক বাতাস,
আচ্ছা অক্সিজেন মাস্ক পরা লোকটা
শেষ বার শেষ শ্বাস নেওয়ার সময়
খেতে জল চেয়েছিল কিনা কে জানে,
একেবারে যাওয়ার আগে
কনুইয়ে ভর দিয়ে উঠে
চোখ টিপ টিপ খুলে বলতে চেয়েছিল কিনা কে জানে, এক্টা রাত তাহার সংগি হয়ে চেয়েছিলাম, লাশের মিছিলে দাড়িয়ে থাকে একেবারে হাল ছেড়ে দেওয়া নার্স মোটা ভারি পিপিইর ভেতরে কেদেছিল কিনা আমরা এখান থেকে সেটা বলতে পারবোনা,
চ্যাসেনার গোরস্থানে ভালোবাসা পোড়ানোর সময়ও নাকে মুখে কাপড় চেপেছিল এক্টু বেচে থেকে আরেক্টা মৃত্যু দেখার জন্য?