একদিন এই ধুলাবালি মিশ্রিত দেহব্যবসার শহরে আমি মিথ্যা বলে প্রমানিত হব
আর আমার অস্তিত্ব নিলামে উঠে বিক্রি হবে উচ্চ দরে
আমার অনুভূতি গুলো এতিমের মত ঘোরাঘুরি করবে কমার্স কলেজ রোড কিংবা কখনো রূপনগর আবাসিক রোডে
দুপুর রোদে ক্লাশ করতে এসে গলির মাথায় দেখতে পেয়ে আমার অনুভুতি গুলো পকেট বন্দী হয়ে কিংবা কখনো সিগারেটের লম্বা টানে ছটফট করেছে পাখির মত
অনুভূতি গুলো বড় হচ্ছে কিনা, আমাকে ছেড়ে বাচতেও শিখছে
আমার বিক্রির পরে আমার জুতাজোড়াও যখন ডাস্টবিনে ফেলা হবে
আমার অনুভূতি গুলো প্রচন্ড ক্লান্ত হবে
ওদের কে না হয় একটু চা খেতে বল
দুই নাম্বার রোডের টং এ, দুধ চা
মাঝে মাখে অনুভূতি গুলো যখন পথহারা হয়ে হিডেন শেফের নিচে আশ্রয় নিবে
আকস্মিক তোমাকে দেখলে পেলে ওরা হয়ত খুব ব্যথা পাবে
তখন নাহয় ওদের আইসিইউতে নিয়ে যেও
আমার অনুভূতি  যখন আফিমের সাথে দ্রবীভূত হয়ে ধরাছোঁয়ার অনেকটা উচুতে
ততক্ষণে তুমি অনেক দূরে
তুমি টেলিস্কোপেও অন্ধকার
আমার না হয় পরকাল আছে
কিন্তু আমার অনুভূতি গুলোর অতৃপ্ত আত্মা
এদিক সেদিক ঘুরাফেরা করেছে
প্রভুছাড়া রাস্তায় হয়ত পরে ছিল
কে জানে কতবার তাদের রক্তক্ষরণ হয়েছে
গোলাপের মত, লাল গোলাপের মত
এই শহর ছেড়ে পালাবার পরও অনুভূতি গুলো পিছু ছাড়ে না
অনুভূতি বড় বেহায়া স্বভাবের হয়