আম্রা একটা জেনারেশন এ বড় হচ্ছি,
কেমন জানি সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে,
এই ঘুরতে গেলাম,
এই ফুচকা খেলাম
এই প্রেমে পরলাম with 49 others😅
আমাদের সবার না একটা secret box আছে,
যেখানে আমাদের সবার কিছু secret privacy আছে, সবার আছে, থাকতে হয়,
এই secret box এর সাথে সবার এক্টা secret relation আছে,
ফেসবুকে স্ট্যাটাস লাইক কমেন্টের ঠেলায় নিজেস্ব আর কিচ্ছু বাদ থাকে না,
এই জেনারেশন এর ছেলে মেয়েগুলো
প্রচন্দ বিদেশি শব্দের মত চিল করে
প্রচুর হ্যাং আউট করে, সেই ছবি দেখতে দেখতে আবার হ্যাংওভার কাটতে কাটতে লেগে যায় দু/তিন দিন,
ওরা দু/তিন মাসেই বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলছে, মানুষ চিনতে ভুল করছে,
আর দু/তিন মাসের মত ছোট্ট ছোট্ট সম্পর্ক ভেঙে প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে,
ওদের অনেক বন্ধু/বান্ধব থাকার পরেও সব কিছু কেন ফেসবুকে বলতে হবে,
আসোলে ওরা খুব একা,
ওরা বোকা,
জেনারেশন টার দোষ নাই
ওদের ভেড়ে উঠাটাই এমন,
ফ্যামিলি অরিএন্টেশন বলে একটা কথা আছে,
সেখানটায় বড্ড গোলমেলে,
বাবা মা গুলো ছেলে/মেয়েদের অর্জন বের করতে গিয়ে কখন যে এদের কে ইদুরের গর্তে ঢুকায় তা যদি তাদেরও বোধগম্য হত,
এই ছোট ছোট ডিপ্রেশনে না আবার একটা জেনারেশন এই বিলুপ্ত হয়ে যায়