সুখ বলতে কিছুর অস্তিত্ব আছে বলে
আমার মনে হয় না!


তবে জীবন চলতে গিয়ে কিছু ভালো মুহূর্ত হয়,
মুহূর্ত গুলা একটা সময় অতীত হয়ে যায়,
আর আমরা অতীত কে মিস করা শুরু করি,
তখন একটা বেদনা আসে, ওটাই হয়ত
সুখের বেদনা!


সুখ অনেকটা পানির মত,
পানিকে যেমন যেখানেই রাখা হোক
পানি নিজেকে মিলিয়ে নেয়,
প্রত্যেকটা মানুষের জীবনেও
সে নিজের মত করে সুখটাকে সংগায়ীত করে নেয়!