জীবনটা তো বড়ই গড়মিল
মাঝে মাঝে সুখপাখিটাও উড়ে যায়
আর সাথে করে নিয়ে আসে
অনেক বড় একটা
কালো রাতের লিস্ট
দুই তালি দেওয়া চটি আর
ঝুলঝুলে পাঞ্জাবি টাও
বড্ড বেরসিক
হাতের ঘড়ি গত দুই দিন
যাবত ধীরে ধীরে চলছে
ওরও হয়ত দিন শেষ
অদ্ভুতুড়ে স্বপ্ন গুলো
আমাকে ছেড়ে পালাচ্ছে
ছোট বড় সিঁড়ি দিয়ে দৌড়ে
যে যেভাবে পারছে
প্রিয় কবিতা
আর কবিতার খাতা
নিয়ে এক অদৃশ্য লেখক
লিখে যাচ্ছে তার
প্রেয়সী কে ঘিরে
সে হয়ত আবার আসবে
কোনো এক শুভ রাতে
কাঁপুনি ধরাবে সমস্ত শরীরে
আর নরম তোষকে
ইচ্ছাকৃত আরেকটা ভুল
অসুন্দর বিকেলে
সুন্দর ভাবনা নিয়ে
ক্লান্তিকর পায়ে
কবি হেটে যায়
ভাবনা গুলো অনেক
পিছনে এখন
দূরে মিলিয়ে যাচ্ছে সব