আমি যেই আগুনে
পুড়িয়েছি
নিজেকে
তুমিও সেই আগুনে ঝাপ
দিবে?
আমার জন্য?
সেদিনের মত
প্রভাতের বৃষ্টিতে, অকপটে
বল ফেলা ভালোবাসির মত
করে যেমন, ডালিম লাল হয়ে থাকে
তোমার চুলে,
কোনো একটা শেষ দুপুরের
আলো যেতে যেতে, তুমি শিষ বাজিয়ে
আমাকে কেড়ে নিলে
তোমার অতল গভীরে
আমি বোকার মত নতজানু করে
মেনে নিলাম তোমার সব অন্যায় আবদার
আমাকে কারাদন্ড দেওয়া হলো
আর তোমাকে সিংহাসন,
তিমির মত তোমার তলপেটে
কত আদ্য পাদ্য মদ্যপ
বিদ্রুপ
হেয়ালী
অবহেলা
বাসা বাধে আমার জানালায়,
তবুও তুমি বসে আছো
আমি দৌড়ে গিয়ে
হাত ভর্তি
কদম নিয়ে ছুটে এলাম তোমার কাছে
তোমাকে জিজ্ঞাসা করলাম
আরো ফুল চাই
তুমিতো বলতে পারতে
তোমাকে চাই!