প্রিয় গোলাপের সাথে অনেকক্ষন কথা হয় না
বুক সেল্ফের ধারে
ডাইরিটা পরে আছে
পাশের স্টেশন থেকে রেল ক্রশিং এর শব্দ আসছে
লাল চায়ের শেষ চুমুকটা দিতে একা লাগছে
ভয় হচ্ছে
ভয় গুলো কালো কামিজ পরে পায়চারী করছে
তোমার স্টোরিতে রঙ মাখা ছবি দেখে ফোন দিলাম
আমার কলের আগেই তুমি another call এ বিজি
আমি আবার হারিয়ে ফেলেছি
হারিয়ে ফেলেছি অনেক আগেই
আমি আকাশের দিকে তাকালাম
সাদা রঙের মেখে নীল রঙের ছাপ
রক্তের কোন দাগ নেই
দাগ আমার বুক পকেটের বা পাশে
একটা শুকনো গোলাপ
সাহবাগের মোর থেকে নিয়েছিলাম
দিতে পারিনি
সেদিন ঝিলপারে তুমি বন্ধুদের সাথে আড্ডায় মেতে ছিলে
আমি পাশের টংগের রেলিং ঘরে গা ঘেষে দাড়িয়েছিলাম
তোমাকে আমায় দেখতে দেইনি