সেবার সেমিস্টার ফাইনাল শেষে
খুব উদাস হয়ে ভাবছিলাম এবার মরে যাবো
আমি এদিক সেদিক না দেখেই
হাটছি মেইন রোডের মাঝ দিয়ে
সমগ্র বাংলাদেশ ৫ টন যায়,
প্লাস্টিক যায়, মোটরবাইক যায়
সালার আমি মরি নাই!
তারপর একবার গ্যালাম পাহাড়ে
সর্টস আর চক্লেট কালারের জামা পরে
আমার ইচ্ছা হলো ৩১০ মিটার উপর থেকে
লাফ দিয়ে দেখবো পাখিদের জীবন
এর মধ্যে এক বন্ধু এসে জোর করে নিয়ে গ্যালো
সালার এবারও আমার পাখি হওয়া হলো না,
এবার মোক্ষম সুযোগ পেলাম
একমাত্র আপন প্রেমিকা ছেড়ে দিয়ে
চলে গ্যালো কোন এক ইঞ্জিনিয়ার এর কাছে
ভাবলাম এবার মরবোই মরবো!
এরকম শুরু শেষ করে করে
গোটা দশেক বার মরতে ব্যর্থ হয়েছি আমি
তবে, তবে আমি বার বার মরেছি শূন্যতায়
হাজার বার চেয়েও বাচতে পারেনি কোনোবার!