আবছা আলোয় মশারীর ভেতর
আমি সবচেয়ে সুখি মানুষ,
মশারীর উপরের অংশ মনে হচ্ছে
একটা বিশাল মহাকাশ
আমার উপর বিছিয়ে দেওয়া হয়েছে,
আর ছিদ্র দিয়ে হালকা গোল আলো আসাকে মনে হচ্ছে একটা উল্কাপিণ্ড আর একটা চাদ, চারপাশে ভন ভন করে ঘুরতে থাকা মশার সাথে জোনাকির জ্বলে নিভে জ্বলে নিভে আলোকে মনে হচ্ছে অজস্র তারা ক্ষুদার্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে,
আমি ভাবছি আমি উড়ছি, আমার হালকা হালকা শীত লাগছে আর পিঠের নিচে ফাপা, মহাকাশে যে ল্যাম্পপোস্ট আর পাগল থাকে আমি জানতাম না, কি অদ্ভুত তাই না?
পাগল দাড়িয়ে আছে আর পাশে এক শৈড়াচারী রোমান দেবী