ভুলও একদিন ভুল মানুষকে
ঠিক ভাবে ভুলে যায়,
ভুল করে ভুলটাও, মানুষ
ভুল না করেই শুধরে ফেলে,
কেবল ভুল করে পরে রয়
ভুল রাত্রি,
দিনের মাঝে আসার ভুল স্বপ্ন দেখে,
ভুল করে ভুলটাও তিন বছর
পরে আজ ব্যথা দেয়,
ভুল অস্থি খামছে ধরে,
ভুল শরীরে রক্ত বহায়,
নির্বোধ ভুলো মন,
আজও শাস্তি পায়
চশমার ফাকে ঐ
কপালের মধ্যরেখায়
লাল টিপটা ভুল করে
দেখার অপরাধে