মায়ের কাছে খুকুমনি
ধরলো এক বায়না,
কিনে দিতে হবে আমায়
ছোট্ট এক ময়না।
যে ময়না গান গাই
খাই শুধু দুধ ভাত,
অনায়াসে কথা বলে
করে নাকো উৎপাত।
পালক গুলো মর্সিন
মাথায় আছে ঝুঁটি,
সেই পাখি খুকুর কাছে
সব চেয়ে খাঁটি।
মা বলে এ আবার
এলো কোন পন্থা,
তাই নিয়ে মা সদা
করে খুব চিন্তা।
অবশেষে প্লাষ্টিকের
পাখি দিলো এনে,
তাই দেখে খুকুমনির
ফুর্তি এলো মনে।