ভালবাসাহীন এ নগরী পরিত্যক্ত ঘোষণা করা হোক।।


এ দাবী আমার নয়, অনশনের অধিকার শুধুই
কবিতাদের,উপমাদের,তিলোত্তমাদের ।।
আমি কবি-আমি উত্তপ্ত মরুভূমিতে
বৃষ্টি পরসা নিয়ে আসি,
তবু কিছু বালুকা উত্তপ্ত
তাদের কাছে কবির শান্তি সন্ধি বাণী
অনেকটা ঝড়ের উড়া শুকনো পাতা।


হাজারো  শুষ্ক ঠোঁটে ধরে যে চীর
বুকে পড়েছে মরিচার লাল আস্তরণ
আবেগগুলো বন্দি বুকের কালো ফিতায়
সৌন্দর্য কেনা বেচা চলে শাহ বিতানে
চোখে পড়া তারুণ্য ভোর থেকে মধ্য রাত অবধি ।


তবু যেন ক্লান্ত সব প্রেমিক, সুস্মিতার হাসিতে
ক্লান্ত প্রেমিক খুঁজে পায়না নীড়ের আবেশ,
প্রেমিকের দুচোখ আজ আটকে পড়েছে
সুউচ্চ অট্টালিকার কার্নিশে।।