অথচ তুমি কত না সুখ বিলাসী?


হিমালয়সম বরফ শীতল  মন তোমার
কত শান্তধারায় অবিরত বহমান
তোমার সুখগুলো ঝড়ে অঝোর ধারায়
কলকল রবে কত বুক সরোবর।
অথচ তুমি কত একা?


তুমি যেদিন বলেছিলে- আমিই একমাত্র
জগত সংসারে সুখের মানে জানি।
সেদিন আমি দেখেছি
স্রোতস্বিনী নদীর বুকে তপ্তবালুকায়
সুখের মরীচিকা।


প্রেম ভিক্ষা জীবন ভিক্ষার চেয়ে
যে অবমাননার তা তুমি আবারো
প্রমান দিলে, তুমি পারও বটে!


আমি কবি, দুঃখের কবি
দুঃখের ক্যানভাসে স্বপ্ন আঁকি
জীবনের মানে খুঁজি,
তুমি বিষাদে সুখ খুঁজে পাও
একাকীত্বের মাঝে জীবন,
ঠোঁটের লিপস্টিক, কপালের টিপ
নীল শাড়ি  দেহের ক্ষত ঢাকতে পারে,
হৃদয়ের নীল দরিয়া, নীল বেদনা
আড়াল করবে কিসে?


ভালবাসাহীনতা, প্রেমহীনতায় দেহ বাঁচে
হৃদয় বাঁচে কী?