আমার বয়স কত?  


হিসাব শতশত
ভাবছি অবিরত,
বলছে লোকে যত
হবে কি তত?
যদিও নয় তত
হবে তবে কত?


মা শোনে হাসে
বসে আমার পাশে
অবাক আমি
মা বলে-  জানি,
সেদিন হলি
হাতে গুণে বলি।


বাবা বলে ভেবে
মনে মন সেধে
নাহি মনে মোর
জন্মেছিল সেদিন
কাক ডাকা ভোর।


দাদি এলো আগে
বয়স নিয়ে প্রশ্ন
জেনে গেল রেগে
দাদু হলো মোর
বয়স  বেশি তবু
সে মোর আপন।


পাড়া প্রতিবেশি
তুলনার ভাসে
নন্টুর নাকি ঝন্টু বড়
চুলে চুলে ধরো।
শোনে খোকা
হয়ে খায় ধোকা,
বয়সের থোকা
ভাবতে নেই বোকা।