যশোরের যশ
খেজুরের রস,
বগুড়ার খ্যাতি
মাংস আলু ঘাটি,
বগুড়া নিয়ে কই
সেরা মোদের দই।


মুক্তাগাছার মণ্ডা
শশি জুড়াই মনটা।


কাঁচাগোল্লার খ্যাতি
বনলতার সাথী।


চাঁপাইয়ের আম
দুনিয়া জুড়ে নাম।


কুষ্টিয়ার তিলের খাজা
রাজা খেয়ে হয়েছে তাজা।


রংপুরের তামাক
হাড়িভাঙ্গা আম
খেয়ে করে সুনাম।


গাইবান্ধায় নেই গাভি
শুধু রসমালাই পাবি।


দিনাজপুরের চাল
মুন্সিগঞ্জের আলু
বগুড়ার মরিচ মিশে
মিশে খাবে বড় খালু।


নেত্রকোণায় কমলায়
দিনাজপুরের লিচুকে
কেমনে বল ভুলি।


সিলেটের সাতরং চা
ঢাকার বাখরখানি
মিস হবেনা একটুখানি।


চমচমের কী দারুণ স্বাদ
টাঙ্গাইলে বাজিমাৎ।


পদ্মার প্রাণ
ইলিশের ঘ্রাণ।


রাজশাহীর সিল্ক
সিরাজগঞ্জের মিল্ক
খেয়ে হবে টাল,
পাবনায়  মেন্টাল।


পটুয়াখালীর ডাব
সাতক্ষীরার গাব।


বাংলার জামদানী
পরেছে ব্রিটিনের রাণী।