পাশাপাশি বসে রবে
যোজন যোজন দূরে।


মুক্তি চাই মুক্তি চাই
মুক্তি নেই মুক্তি নেই
মুক্তি নেই যেন মনে?


মুক্তি আশায় যুক্ত হবে
কাছের আশায় দূরে।
মুক্তি চাই মুক্তি চাই
মুক্তি নেই যে মনে।


ঘরে আছি পড়ে আছি
আছি দেহের উপরে
আপন আপন খবর নেই
খবর নিতে রই ফোনে।


কথার মাঝে রইছি মোরা
কথায় ছাড়া ছাড়া
কল্পনাতে কইছো কথা
পাশের মানুষ ছাড়া।


আপন আপন করতে মোরা
আপন করছি পর,
আপন জনের পাশে বসে
আপন খুঁজে নর।


নেশার নেশায় করছি পার
সন্ধ্যা গভীর রাত
পাশাপাশি বসে আছি
তবু যোজন যোজন ঘাত।