চারিদিকে নিস্তব্ধতা চলছে আনাগোনা
মানুষ নাকি পায়না খুঁজে মনের ঠিকানা
জীবনের স্বাদ পাচ্ছে সবাই বিরহের জালে
মিলন নামে চলছে অবরোধ, চরকি ঘোরার ফাঁদে।
মনের লেনে চলছে যান, দেখছি নাকো
একটু জ্যাম, যাত্রী বেশে করছো শাসন
হঠাৎ হয় দেখা, এমনি করে ভাবছে প্রিয়
আমি ভীষণ একা।


জ্বালাও  পুড়াও চারিদিকে
জ্বলছে প্রিয় দেশ, তুমি আমি করছি প্রেম
নেইকো কোন রেশ।


নেতারা সব ব্যস্ত আজি
চলছে তাদের ভাষণ, চারিদিকে কথার ছল
নিরব তুমি,বাড়ছে প্রেমিক মনোবল।


সবাইকে যে বুঝতে হবে
সবাই রয়েছি বিচ্ছিন্ন, নিঃসঙ্গতাকে জড়িয়ে
গড়ছি সবাই অবরোধের অনুষঙ্গ।
সময়টা যে যাচ্ছে পেরিয়ে
থেকে যে নেই চাকা, বাইরে সবাই দেখছি
অবরোধ, ভিতরটা যে ফাঁকা।