একুশে তুমি অমর হলে
বর্ণমালার ফুলে,
ছেষট্টিতে দাবি তুলে
ভিত্তি নড়ে দিলে।


সত্তরে তুমি শক্তি পেলে
বুলেট ফিরে ব্যালট ধরে
সাতই মার্চে বজ্রকন্ঠে
মুক্তি এনে দিলে।


চুয়ান্নের নির্বাচন আনলে
কৃষি বিপ্লবের সুর,
শিক্ষা হলো অবৈতনিক
বাষট্টির ফসল।


একাত্তরে ডাকলে তুমি
মুক্তি দিবে বলে
তোমার ডাকে সাড়া দিয়ে
প্রিয়দের গেল ভুলে।


মা হারালো, বাবা হারালো
সন্তান হলো একা
জীবন দিয়ে রেখে গেলে
মহান স্বাধীনতা।