দিনের আলো রাতের গভীরে তলিয়ে যায়
হারায়ে যায় চেনা মানুষের চরিত্রের প্রকাশে ;
নির্মম সত্য জেনে কেউ করিতে পারে না উত্তাপ
ন্যায়ের দণ্ড যাহারা হলো তাহাদেরই মুখে মিথ্যে প্রলাপ
সরদার বলি; নেতা বলি; যাহাদের নাম উঠে মুখে
তাহাদের নির্দেশ বলো সত্য; কিন্তু নিজেই মিথ্যাবাদী।
যত সুন্দর আছে ধরিত্রীতে ভোগ বিলাশে রয়েছে মেতে;
যত প্রেমিকের আনোগোনা ; যত প্রেমের আলপনা
সব প্রেমিকের হৃদয় সবে গণিকারও অন্দরমহলে।
যে প্রেমের বিকাশ বিস্তর; হৃদয়ঙ্গম আত্মার মিলন
সবকিছুতে অশিল্লতা আর বেহায়াপনার ছত্রছায়া।
মেধার বিকাশ কবে হবে? গাঁধার বিকাশ যাচ্ছে বেড়ে;
চাকরী সবার অন্তিম লক্ষ্য; জ্ঞান তাদের শূন্য অক্ষ
এ কেমন জাতি উদ্ভব; গাঁধার স্বভাব খুবই সুলভ
চাকরী সবার ধ্যানজ্ঞান ; মিথ্যে এখন জ্ঞানবান।
সমাজের এই চাপাকলে ন্যায়ের শাসন লুপ্ত প্রায়
গাঁধা সবে জ্ঞানী বলে সিংহ-বাঘের চরিত্র গেলে;
শেয়াল কুকুরের কামড়ামিতে লুটের রাজা কাক-এরা
শুকুর সবে খাচ্ছে ভালো ; দুধ ভাতে দেখতে ভালো
সব ঘোড়াদের আলসেমিতে গাঁধা সবে দৌঁড়ছে বেগে
সব কবিদের মিথ্যে প্রলাপ ; সত্য সব যাচ্ছে ঢেকে
সভাকবি রাষ্ট্রের পক্ষে ; না লিখিলে যাচ্ছে কবে?
এই যদি হয় কবির দশা ; জ্ঞানীদের কী দশা?
মানুষ বলে মানুষের হাতে হচ্ছে কত নাজেহাল
পৃথিবী আজ মরুভূমি কঙ্কাল সব মানুষ সবে।
নক্ষত্রপথে লক্ষ গ্রহ ঘুরছে তারা অহরহ
হৃদয়ের যত পরিজন হারিয়ে গেছে গতিপথে
সুনাম কবে নিজের নামে কিনে চলে মানুষ সবে
সুনাম এতো ভালোবাসে নিজের তরে নিজেই বলে।
মানুষ সবে যাচ্ছে ভুলে সুখের তরী সবার তরে
কে দিবে শিক্ষা তাদের গাঁধা সবে জ্ঞানী বলে।