জীবনে কত দুঃখ দেখলে হায়, আজিজ!
দুঃখের যে এত সমাগম হয় তাতেও সুখের খোঁজ করো।
সুখের তো এত সমাগম নেই জীবনের তরে
এই পৃথিবীর মাঝে বেঁচে থাকা কতটা দায়, আজিজ!
যদি তুমি জেনে থাকো সংযত করো সকল প্রত্যাশা।
যে স্বপ্নে নিজেকে লিখে চলেছো বারবার
সে স্বপ্নে কত বাঁধা এসে দাঁড়াবে তোমার দোয়ার;
কত মানুষের প্রশ্নবিদ্ধ তলোয়ার সামনে রবে ভেসে
সব তলোয়ার কি ধাঁরালো হয় আঘাতের জন্যে;
কিছু তলোয়ার হয় ঘাতের আর কিছু হয় প্রতিঘাতের।
সব কিছুর জবাব দিতে নেই এই জীবনের তরে
যদি তুমি সত্যের পথে থাকো দাঁড়িয়ে;
সত্য কে গ্রহণ করো যদিও তা কটু কথা হয়।
সকল মিথ্যের জবাব দিতে নেই;
মিথ্যে যদি অজানাতে হয় প্রকাশ তার শোধানো হয়।
যে মিথ্যের কোনো ভিত্তি হয় না তার জবাবে নিজেকে কলুষিত করো না।
গ্রহণ করো আজিজ নিজেকে যেমন আছো তুমি।
এই পৃথিবীর তরে মায়া না ছড়িয়ে সত্যকে ছড়াও
মায়া তে তো সবাই জন্ম হতেই রয়েছে;
যা রয়েছে এই পৃথিবীর তাকে তা দিয়ে কি লাভ এসে যায়!
নিজের যদি করতে চাও উপকার তাহলে সত্যের কথা বলে যাও।