আমি বড় ইচ্ছে রসিক
যেথায় হেথায় দিচ্ছি লাফ।
কেউ তা দেখে না
আর দেখতে আসলে থামায় না।
তর্কে আমার জুড়ি বেশ,
তাইতো সবাই লাগাই ব্যাট।


আমি বড় ইচ্ছে রসিক
প্রেমে আমার জীবন অচল
সচল কি যে জানি না।
দেখছি কত প্রেম ডুবুরি
দিচ্ছে সাতার ছলাত ছলাত।
প্রেম ডুবুরি ডুবছে যত
ভাসছে সবাই শতশত।
এতো সবার মুখের বুলি
কে বা শুনি কার বুলি?
সবাই যে আছে মিথ্যে মায়ায়
প্রেম সবারে করছে অচল
সচল তো মন চঞ্চলা।
তারই তো প্রেম অনুভূতি
দিবে কে বাঁধা তারে?


আমি বড় ইচ্ছে রসিক
যেথায় হেথায় দিচ্ছি লাফ।
রাষ্ট্র আমায় বলে কি?
শিক্ষার নামে চলছে কি?
বিবেক বোধ যাচ্ছে হারিয়ে
কখন তারা জাগবে সবে?
মূর্খরা সব দিচ্ছে জ্ঞান,
জ্ঞানীরা সব নিচ্ছে আড়াল।
প্রাণ যদি বাঁচে তার-
করবে সেবা দেশের হেথায়।
আর কত জীবন ভয়?
দেশের তরে যারা দিচ্ছে প্রাণ
হেথায় দেশ প্রেমিক, সেথায় মান।
তোমার আর কি আছে ভাই?
সব তো তুমি হারিয়েছো,
কিসের তরে বেঁচে তুমি?
এই জীবনের কি দাম?
যেখান নেই কোনো আত্মসম্মান।


আমি বড় ইচ্ছে রসিক
যেথায় হেথায় আমি মুখ খুলি।
সত্য আমার মস্ত রোগ,
কেবা বলি সারবে অসুখ?
পেশায় এত মিথ্যে মায়া
শিক্ষক এত দিচ্ছে ছায়া,
সত্যে তাদের মুখে রবে
কর্মে তাদের মিথ্যে ছায়া।
সুদ ঘুষের এত ছড়াছড়ি
সত্যের কি আর লাজ আছে?
মিথ্যা এখন আদর্শ সবার
অহমবোধে বাঁচবে সবাই।
শীড় আমার উঁচু রবে
সত্যের আমি সাথি নহে,
মিথ্যে আমার সারথি রবে।


আমি বড় ইচ্ছে রসিক
যেথায় খুশি সেথায় বলি।
আমার নেইকো মারণ বারণ।
সত্য হেথায় যাই চলে
মিথ্যে এবার যাবে মুছে।
আমি বড় ইচ্ছে রসিক।