আমি যখন প্রভাতের আলো হয়ে ফুটি;
শিশির ভেজা ঘাসের মাঝে নিজেকে খুঁজি;
সন্ধ্যার আকাশে তারা হয়ে ঝ্বলসে উঠি;
চন্দ্রের মতো নিজেকে নিবদ্ধ করি;
যেন তোমাকেই আমি নিজের মাঝে খুঁজে চলেছি।
নক্ষত্র পতন আর তীব্র ঝ্বলসানো রৌদ্রতেজ
দিন ও রাতের অন্ধকার যেন হৃদয়ের মাঝে-
বয়ে চলে তোমারি নাম না জানা ঠিকানা।
হয়তো সহস্র অথবা শতাব্দীকাল কিংবা আদি হতে
কোনো কালক্ষেপণে অমোঘ টান রয়েছিল-
যেখানে এসে মিশে গেছে তোমার-আমার পথচলা,
যেখানে রয়েছে তোমার-আমার না বলা কথা।
ভালোবাসি! এই হৃদয়ের মাঝে বয়ে চলা সেই অনুভূতি
যেখানে নক্ষত্রের খসে পড়া তীব্র আলোর ঝ্বলসানো যন্ত্রণা
আর তোমাকে না দেখার তীব্র বেদনা
আমি ভালোবাসি! তুমি হৃদয়ে বয়ে চলো বলে।
জানি না তুমি কেমন ছিলে? কেমন হবে আমাদের দেখা?
হৃদয়ে জমে থাকা অনুভূতি আর ভালোবাসার তীব্র চাওয়া
এটাই আমার কাছে তোমার পাওয়া;
যদি হয় কোনো শতাব্দীকালের কোনো সময়ে দেখা-
পৃথিবীতে পথে দিয়ে দিব তোমার জমে থাকা অনুভূতি
আর অনাদিকালের ভালোবাসা হবে তোমার মুখের হাসি।
ভালোবাসি বলে- বারবার হবে তার প্রকাশ
তোমার হৃদয়ে স্পর্শ করে জানিয়ে দিব-
এই হৃদয়ে বয়ে চলা ভালোবাসার আধার।