মম প্রকাশতম অপরাধ হেনু
ভুলে গিয়াছি কি কখনো কভু?
যদি করে থাকি ভুল, হয়ে থাকে অপরাধ
না জানিয়া আমি, জানি না দিয়াছি কত দুখ।
দোষ কি বলো তাহাতে আমার?
যাহারা করিয়াছে ভুল, করিয়াছে অপরাধ
তাহারা সহাস্যে মাথা উচুঁ করে দেখাই প্রতাপ।
অন্যায়ে যদি দণ্ডিত না হয়-
দণ্ডিত হয় বিনা পাপতাপ।
কেন উঠিবে না অভিযোগ আমার?
আড়ালে থাকিয়া বন্ধু কেন গাও সত্যের গান?
সত্য কি আর রয়েছে এই ধরণীতে-
যেখানে রবে সত্যের মান।


তোমারি কাছে খুলিয়াছি মোর দোয়ার
অবুজ আমি কখনো বলিয়াছি তুমি পাষাণ?
জানি না বন্ধু কেমন তুমি?
কেমন তোমার ন্যায়বিধান?
উচ্চশিখরে বসিয়া ন্যায়ের আদলে ঘুষ নিয়া-
সহাস্যে মাথা উচুঁ করিয়া ন্যায় বিচারক বলিয়া
মনোহারি বক্ষ ছিঁড়িয়াছে কখনো তোমার?
তুমি না চাহিতে আসিয়াছি আমি, সত্য কি এইটুকু?
পাষাণ হৃদয়ে ফুল কখনো ফুঠিছে কখনো?
মিথ্যের আদলে সত্য দাড়িয়ে, এ কেমন সত্য?
বিনা অপরাধে দণ্ড তার, ভুল করে নি সেই অপরাধে?
মম প্রকাশতম অপরাধ হেনু
ভুলে গিয়াছি কি কখনো কভু?
শক্তি তোমার, ক্ষমতা তোমার
নিঃস্ব কেন আমরা সবাই?
মিথ্যে কেন আদর্শ সবার?
সত্য কেন নিভু নিভু প্রদীপ?
হিংস্র যত পশুদল-
ঘুর ঘুর করে আমায় আদল।
আমি সত্য সিঙ্গার, আহতের আত্মনাদ।
নিরবতাই শুধু দেখেছ এই চোখে? দেখ নাই আর কিছু?
আমি ক্রোধ, প্রজ্বলিত অগ্নিরথ
সামনে যা আসে পুঁড়ে করি ছাই খড়কট।
আমি যাই ভুলে সব, ক্রোধে যখন রুদ্রঝড়
মিথ্যে মায়া করি না গ্রহণ
সত্য আমার অচুট হরণ।
কে আসিবে সামনে আমার?
কার বুকে সৎ সাহস?
মিথ্যে সবে, শয়তান পূজারী
সত্য কিসের বন্ধু হে?
অপরাধ যদি হয়ে থাকে মোর-
ক্রোধানলে নিজেকে করিব ছাই
পুনঃপুন করিব আঘাত
সত্যের নাহি হবে প্রতিঘাত।
এ মোর অঙ্গিকার,
বন্ধু, এ মোর অঙ্গিকার।
সত্য হাসিবে আবার
মিথ্যের হবে পরাজয়।