মা! নিসর্গ অনুভূতির এক প্রশান্তির ছায়া
বিষাদের সময়ক্ষেপণে তার বুকে মাথা রাখা।
ক্রোধে,কষ্টে বিরহের যন্ত্রণায় যাকে-
খুঁজে পাই খুব কাছে সে  'মা'।
তিরস্কারে যাকে কষ্ট দিয়ে বলি অনেক কথা
মুখ বুঝে যে সহ্য করে সংসার যন্ত্রণা
সন্তানের আহত চিৎকারে যার বুক ফেঁটে উঠে
সেই নিসর্গবেদী সান্ত্বনা হলো 'মা'।
কখনো বোঝা হয়নি স্বর্গীয়ানি কে
বুকের ভিতর ধামাচাপা হয়ে পড়ে থাকা যন্ত্রণার প্রলেপ
ইট পাথরের গড়ে উঠা বাড়িতে
সিমেন্টের শ্বাসপ্রশ্বাস যে সেই 'মা"।
পুরুষত্বের দাম্ভিকতায় উচ্চাঙ্গসংগীতের কণ্ঠস্বরে-
যা ইচ্ছে তাই বলে ফেলা সেই নৈসর্গিক নারী হলো 'মা'।
যন্ত্রণার আবেশে কষ্টের চাদরে চোখ মুছে
মুখের হাসি দিয়ে স্বাগত যে জানাই সে হলো 'মা'।
প্রার্থনায় আমার তোমার সবার-
নাম যে কৃতজ্ঞচিত্তে স্বরণ করে
যার প্রার্থনার আবেশে অশুভ চিন্তা যায় মুছে
অন্তিমকালে যার চোখে মুখে কিছুটা প্রশান্তির প্রত্যাশা
একটুখানি স্বস্তি খোঁজার তীব্র ভাবনা
যাকে না বোঝার তীব্র যন্ত্রণা আমার মাঝে সে হলো 'মা'।