আমি কাঁদি বলেই ভালবাসি
আমি বিশ্বাস করি বলেই কাঁদি
আর কত কাঁদবো আমি?
আর কত ভালবাসলে আমি সুখী হব-
বলবে আমায়?
আমি কাঁদি বলেই আমি মানুষ
আমি মানুষ বলেই আশা বাধি
আর কত ভালো থাকার স্বপ্ন দেখবো আমি?
আর কতটুকু কাঁদলে তুমি আমার হবে-
বলবে আমায়?
নাকি চিরকাল মরীচিকা হয়ে ভালবেসে যাব,
শিশির হয়ে ছুঁয়ে যাব তোমায় ক্ষণিকের জন্য
নাকি তোমায় পাবার স্বপ্নে আমি হারিয়ে যাব
স্বপ্ন কন্যার পাতালপুরে?
বলবে আমায়,
আর কত কাঁদলে তুমি আমার হবে?
আমার মত করে কবে পাবো তোমায়,
বলবে আমায়?