চারিদিক থমথমে সবার মনে ভৃতি
আশংক্ষা একটাই উত্তাল পরিস্থিতি
রয়েছে দু'দলের দু মুখো উপস্থিতি
এ বেহাল দশায় চলে আমাদের রাজনীতি।
কেউ বলে লগি বৈঠা, কেউ কাছতে কোদাল
কেউ ছাত্রলীগ আবার কেউ ছাত্রদল,
দু'দলেরই শো-ডাউন আম জনতার ঢল
নাম দিয়েছে মহাসমাবেশ আসলে মরণ কল।
বাঙ্গালীরও ধৈয্য আছে বলতে হবে মাইরি
সাংবাদিক বসে বসে লিখে চলে ডায়েরী
গদি যার দেশটাও তার বাপ দাদার সম্পত্তি
এ বেহাল দশায় চলে আমাদের রাজনীতি।