তুমি ছিলে তাই, ছিলনা এ মনে গোছানোর কোন তাড়া
তুমি ছিলে তাই, অ্যালার্ম ঘড়ি বাজতো না কারণ ছাড়া।
তুমি ছিলে তাই, আয়নাতে ছিল বহু দিনের পুরনো ধুলো
তুমি ছিলে তাই, হতোনা আবার আগের ভুল গুলো।
তুমি ছিলে তাই, তোমেকে ভেবে কাটতো সকাল সাঁঝ
তুমি ছিলে তাই, ফুলদানীতে থাকতো ফুলের সাজ
তুমি ছিলে তাই, সকালের খাবার থাকতো না পড়ে আর
তুমি ছিলে বলে ইচ্ছে করেই ভুল করতাম বারেবার।
আজ তুমি নেই, টেবিলে খাবার পড়ে থাকে অনাদরে
কে যেন আমায় ফিরে ফিরে ডাকে, তবু পাইনা খুঁজে তারে।