ফাগুন দুপুর
বিধান চন্দ্র ধর


নীল গগনে চলছে ভেসে
সাদা মেঘের ভেলা
তাহার তলে চিল ঈগলে
করছে দারুণ  খেলা।
মেঘ যেন নয় শিমুল তুলা
উড়ে রাশি রাশি,
রাখাল ছেলে ধবল চড়ায়
বাজিয়ে তার বাঁশি।
বালক দলে খেলছে মাঠে
ফাগুন দুপুর বেলা
দূর পাহাড়ের বটের তলে
গো ছাগলের মেলা।
দুপুর রোদে রাখাল বালক
যায় যে বটের তলে
তার সাথে যায় ধবলীরা
ছুটে দলে দলে।