আপনি যখন একটি গাছ দেখলেন সে নিরব ছিল
আসলে প্রকৃতি নিরবতাকে অনন্তকাল ধরে রেখেছে ।
মাঝখানে
            স্বর্ণ ভোর
অনন্ত আকাশ
দীর্ঘতর সময় ।
সব কছু তার মত নিরব রেখেছে ।
বন্ধ সৌভাগ্য, বন্ধ হতাশা
নিরবতাকে নিয়ে গেছে স্বপ্নহীন স্বপ্নে
আপনি দেখেও না দেখার ভান করছেন ।


একটি প্রজাপতি জানে যে ফুলে ঘ্রাণ থাকে
তার পাখাগুলো বলে দেয় কতটা সুখী সে ।
আবার মাঝখানে
মৌমাছি ফুল দেখে
ভালবাসা জন্মে
মধু তৈরি হয় ।
ফুলের ভালবাসা তাদের ভিতরে প্রবাহিত ।
বন্ধ মন, বন্ধ সুখ
দীর্ঘতর হতে হতে আপনি ক্লান্ত
আপনি দেখেও না দেখার ভান করছেন ।


একটু থামেন ।
নিজেকে প্রবাহিত করেন প্রকৃতির সৌন্দর্য হতে ।