ঈদ এলে হয় আনন্দ তাতে ভাল মন্দ
এতে হয় প্রেমের প্রকাশ, জাতির বিকাশ-ভাবনা।
শরীরে যতো ময়লা ঝরে পড়ে যায় মাটিতে
তাতে মিশে থাকে শ্রদ্ধা পরম বোধের খেলা।
আত্মার বন্ধন রচনা যে করে সাধনা এ সময়ে
ধনী-গরিব থাকেনা অমিল সব কিছু ভুলি
রোজা রেখে মূল্য যে বোঝে সে ঈদ খোঁজে।
মিষ্টি সেমাই মুখের প্রথম অন্ন কিছু শেখায়ঃ
মানব এক হতে পারে মতের কিছু অমিল
ভালকে ভাল বলা, খারাপ ত‌্যাগ করা, একতা
অন্যের দোষ এড়িয়ে চলা সাধ্য নিয়ে এগিয়ে আসা
করি সাম্য সৃষ্টি নগরে গ্রামে বিশ্ব ভ্রমণে।
আনন্দ ভাগ করি সহজ কথা নয়, কঠিন
যা আমরা পাই সহজ উপায়ে এ অল্প সময়ে।
চির বন্ধন রচনা শৈলী যুগে অনন্য সৃষ্টি
প্রভুর করুনা শ্রেষ্ঠ মানুষ কল্যাণে এই ধরায়।
তার দয়া মেনে চলা শুভ সমাজ নির্মাণ
এই খুশিতে আমি করি স্বপথ, ভাল কিছুতে।