মানবতা ডাকছে কাকে? কে করেছে
সরবতের স্বাদ আহরণ। কাকে বলি
কাকে ধরি কেবা যাবে বিস্ফোরণে
কার বা মাথা খারাপ হলো
এ নিয়ে গণ্ডগোল। যদিও বা
মিথ‌্যে কথা ভাল কিছু শেষ
হলো; এই দিনে কি আর
সত্যি কথার দাপটগুলো ভাগ হবে?
যারা ছিল অবুঝ শিশু নিঃকলঙ্ক
তাদের কথা মূল্যহীনের দ্বারে দ্বারে
শুধু শুধু আছড়ে মরে। অভাববোধের
স্বভাব যাদের তাদের ধরে লাভ
কি বলো, বুদ্ধিহীনের মেজাজ বেশি
হঠাৎ করে পিছলে যাবে মানবিক
মূল‌্যেবোধ। যদিওবা দেখাবে সে মতে
স্বপক্ষ, প্রেক্ষাপট ভেদে হবে রুগ্ন।
তাহলে করবেটা কে সরবতের স্বাদ
আহরণ।যখন ছিল আদিকালে বর্বরতা
তখন কোথায় ছিল উদারতার ঝোঁক
কিংবা মানুষের সামান্য সততা সাহস।
অথবা যখন নিপীড়িত মানুষ বন্দী
হয়ে মুক্তির সন্ধানে হাত পেতেছে
রহমতের দরজা তখন চুপ থাকতে
পারেনি। সকলের মনে দিয়েছে চেতনা।